• বিচারকের সংখ্যা কম থাকার সঙ্গে পরিষেবাও তলানিতে, বাড়ছে ক্ষোভ
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর পুলিশ কোর্টে বিচারকের সংখ্যা কম থাকার পাশাপাশি ওই ফৌজদারি আদালতে নানা পরিষেবাও তলানিতে গিয়ে ঠেকেছে। তা নিয়ে সেখানকার আইনজীবী থেকে বিচারপ্রার্থীদের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। তাঁদের বক্তব্য, এই আদালতে নেই সুষ্ঠু পানীয় জল, পর্যাপ্ত বসার জায়গা সহ একাধিক সমস্যা। ফলে বিচারপ্রার্থীদের প্রতিদিন একপ্রকার বাধ্য হয়েই চড়াদামে বোতলবন্দি জল কিনে খেতে হচ্ছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই সমস্যার বিষয় নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে বার বার জানিয়েও কাজ কিছু হয়নি। উল্টে দিনের পর দিন সমস্যা ক্রমশই বাড়ছে। আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুর পুলিশ কোর্টে বিচারকের সংখ্যা কম থাকার কারণে বিভিন্ন এজলাসে একাধিক ফৌজদারির পাশাপাশি খোরপোশের মূল মামলার বিচারও চলছে শম্বুক গতিতে।ফলে বিচারপ্রার্থীরা পড়ছেন নানা সমস্যায়। অনেকেরই অভিযোগ, এইভাবে চলতে থাকলে বিভিন্ন মামলার নিষ্পত্তি হতে গড়িয়ে যাবে দীর্ঘ সময়। এদিকে, আলিপুর বার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সুব্রত সর্দার বলেন, এই সমস্ত সমস্যার পাশাপাশি এই আদালতে নানা কোর্টে বেঞ্চ ক্লার্কের সমস্যা রয়েছে। এর পাশাপাশি নানা সময় নানা নথি খুঁজে না পাওয়ার ফলে বাড়ছে সমস্যা। এতে কখন কখনও  এমনও হচ্ছে মামলার তারিখ কবে পড়ছে, তা বুঝতে পারছেন না বিচারপ্রার্থীরা। আইনজীবী সংগঠনের দাবি, যে সমস্ত এজলাসে বেঞ্চ ক্লার্কের সংখ্যা কম, সেখানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।                                                                               
  • Link to this news (বর্তমান)