• আবাসিকদের নৃত্যনাট্যে তাঁদেরই জীবন কাহিনি, আপ্লুত বিচারপতি
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল নয় সংশোধনাগার। সেই সংশোধনাগারের আবাসিকরা নিজেদের কথা, নিজেদের গল্প তুলে ধরলেন হাইকোর্টের বিচারপতি সহ সমাজের বহু বিশিষ্ট মানুষদের সামনে। দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকরা পারফর্ম করলেন রাইবেশে নাচ ও নৃত্যনাট্য। সেই নৃত্যনাট্যের মধ্যেই উঠে এল তাঁদের জীবনযন্ত্রণার কাহিনি। আবাসিকদের পারফরম্যান্স দেখে মুগ্ধ বিচারপতি সহ সমাজের বিশিষ্টজনেরা। 

    অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সম্পূর্ণা ঘোষ। তিনি বলছিলেন, আসলে সংশোধনাগারের আবাসিকদের অনেকেই ‘হ্যাবিচুয়াল অফেন্ডার’ নন। কিন্তু জেলের মেয়ার শেষ করে সেই মানুষগুলো যখন সমাজের সামনে আসেন, সমাজ তাঁদের মেনে নেয় না। এটা হওয়ার কথা নয়। দমদম থেকে ২০ জন ও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ২০ জন সম্প্রতি জাদুঘরের অডিটোরিয়ামে পারফর্ম করেন। দমদম সংশোধনাগারের আবাসিকরা সেদিনও রাইবেশে নৃত্য পরিবেশন করেন। তাদের পারফরম্যান্সে মুগ্ধ সকলে।

    অন্যদিকে, প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকরা তাদের নৃত্যনাট্যের সমস্ত স্ক্রিপ্ট, গান নিজেরাই বাছাই করেছেন। তাদের দলের নাম ‘রূপান্তর’। এরা সকলেই মাদক আইন, ডাকাতির মতো অভিযোগে দোষী সাব্যস্ত। তাদের গল্পে উঠে এল ২৪ বছরের এক তরুণের কাহিনি। তিনি বহুবার চাকরির চেষ্টা করেও পাননি। অবশেষে মাদকে আসক্ত হয়ে পড়েন। সেই মাদকের টাকা জোগাতে বেছে নেন ডাকাতির পথ। তারপর সংশোধানাগারে থেকেই স্নাতকোত্তর পাশ করেন। পরিবারের দেখাশোনাও করেন। এই গোটা কাহিনি তাঁরা নৃত্যনাট্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। 

    সংশোধনাগারের আবাসিকদের এই অনুষ্ঠান দেখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ, অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়, শিল্পী অলোকানন্দা রায় সহ বিশিষ্টরা। অনুষ্ঠান শেষে সকলেই তাঁদের মুগ্ধতার কথা জানান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)