• জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের, সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • সাতসকালে ঘন কুয়াশার জন্য কমে এসেছিল দৃশ্যমানতা। আর তাতেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার রেওয়াড়ি জেলায় জাতীয় সড়ক ৩৫২ডি-তে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পর পর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি রেওয়াড়ি থেকে ঝাজ্জার দিকে যাচ্ছিল, সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি বাস দাঁড়িয়ে যায় রাস্তায়। দৃশ্যমানতা কম থাকায় তা বুঝতে পারেনি অন্য বাসের চালক এবং সেই গাড়িটিতে ধাক্কা দেয়। একই ভাবে পরবর্তী দু'টি গাড়ি সামনের গাড়িতে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। 

    সূত্রের খবর, এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুজেট খতিয়ে দেখা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)