• CCTV-তে ভয় নেই, শিলিগুড়িতে গাছ কেটে পালাল দুষ্কৃতীরা
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: রাতের অন্ধকারে কে বা কারা লাগাতার কয়েকদিন ধরে গাছ কেটে দিচ্ছে। ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকার ব্যবসায়ীরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। শনিবার এলাকার ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে এনজেপি থানায় যান।

    অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনার তদন্তে নামে। স্থানীয় ব্যবসায়ী গৌতম দাস বলেন, 'চলতি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে গাছ কাটার ঘটনা। কয়েক জনের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়েছে। দেখা যাচ্ছে, দু'-তিন জন যুবক স্কুটারে চেপে এসে করাত জাতীয় কিছু একটা দিয়ে দিয়ে বেশ কয়েকটি গাছ কেটে পালিয়ে যাচ্ছে।'

    আর এক ব্যবসায়ী তাপস কুণ্ডু বলেন, 'প্রথম ঘটনাটি ৫ তারিখ ঘটে। আমরা সে দিনই লিখিত ভাবে পুলিশকে জানিয়েছি। এর পরে আরও দু'-তিন দিন ঘটেছে একই ঘটনা।' এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, প্রায় ১০-১২টি গাছ গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় দুই-আড়াই বছর আগে পুরসভা এবং স্থানীয়রা মিলে তিনবাত্তি মোড় এলাকায় অনেকগুলি গাছ লাগিয়েছিলেন। চারদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের এই কাজ ভাবাচ্ছে পুলিশকে।

    পুলিশের এক আধিকারিক বলেন, 'বিষয়টি সত্যিই উদ্বেগজনক। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর বের করার চেষ্টা করছি। এ ছাড়াও বিভিন্ন সূত্রকে কাজে লাগানো হচ্ছে।' বিষয়টি নিয়ে বিশিষ্ট পরিবেশবিদ অনিমেষ বসু বলেন, 'এমনিতেই গাছ কাটার কারণে শহরে সবুজ মারাত্মক ভাবে কমে গিয়েছে। এর মধ্যে ফের গাছ কাটা পড়ছে। দ্রুত দুষ্কৃতীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।'

  • Link to this news (এই সময়)