• যুবভারতী পরিদর্শন রাজ্যপালের, বোস বললেন, ‘রিপোর্ট প্রায় তৈরি...’
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পরে সন্ধ্যায় সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু যুবভারতীর দরজা বন্ধ থাকার কারণে তাঁকে ফিরে যেতে হয়। রবিবার ফের একবার ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে বোস জানান, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কী করণীয়, সেই সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে করেছেন তিনি। রাজ্যকে ১২টি বিষয় উল্লেখ করে একটি নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি তিনি একাধিক প্রস্তাব-সহ একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং নির্দিষ্ট স্পোর্টস অথরিটিকে দেবেন বলেও জানান। এ দিন রাজ্যপাল শনিবারের ঘটনাটিকে ‘সিস্টেমিক ফেলিওর’ বলে উল্লেখ করেন। কী ভাবে এই ঘটনা ঘটল, আয়োজক সংস্থার কী ভূমিকা ছিল, পুলিশের ভূমিকাই বা কী ছিল, কোনও ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কি না, তা খতিয়ে দেখার কথা বলেন তিনি।

    এ দিন যুবভারতী পরিদর্শনের পরে রাজ্যপাল বলেন, ‘এ ঘটনা সমস্ত ফুটবলপ্রেমী, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চালু করা উচিত।’ তিনি এই ঘটনার প্রেক্ষিতে একটি রিপোর্ট তৈরি করেছেন। কথা বলেছেন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও। যুবভারতী পরিদর্শনের পরে তিনি সেই রিপোর্ট তিনি ‘কনসার্ন অথরিটি’-র কাছে জমা দেবেন। তিনি রিপোর্টের বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

    শনিবারের ঘটনার প্রেক্ষিতে কয়েকটি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এর মধ্যে অন্যতম হলো- বিচারবিভাগীয় তদন্তের ব্যবস্থা, দর্শকদের টাকা ফেরত দেওয়া, উদ্যোক্তার অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা। নিজের প্রস্তাব-সহ একটি বিস্তারিত রিপোর্ট তিনি কেন্দ্র এবং স্পোর্টস অথরিটির কাছে জমা দেবেন, জানান রাজ্যপাল।

  • Link to this news (এই সময়)