নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: দূষণের জেরবার দেশের রাজধানী। দিল্লি, এনসিআরের দূষণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করেছে বিজেপি নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল, শনিবার থেকেই দিল্লিতে জারি করা হয়েছে গ্র্যাপ ৪। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস হাইব্রিড মডেলে করার নির্দেশ দিয়েছে রেখা গুপ্তার সরকার। এমনকি সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের আর্জি জানিয়েছে দিল্লির বিজেপি সরকার। কারণ দিল্লির বাতাসে এখন বিষ বইছে। আজ, রবিবার এইমস, অক্ষরধাম, আইটিও মোড় সহ একাধিক এলাকা ঢেকে গিয়েছে বিষাক্ত কুয়াশার চাদরে। বাতাসের গুণগতমান ৪৬২, ক্যাটাগরি ‘গুরুতর’।দিল্লির ৪০টি দূষণ নজরদারি স্টেশন ‘লাল’ সতর্কতা জারি করছে। আজ, রবিবার সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির রোহিণী এলাকা। সেখানে একিউআই ৪৯৯। জাহাঙ্গিরপুরী ও বিবেক বিহারে এদিন সকালে একিউআই ছিল ৪৯৫। ঘন কুয়াশা, বিষাক্ত ধোঁয়া, দিল্লিকে গ্যাসচেম্বারে পরিণত করেছে। ঘন কুয়াশার জেরে দিল্লির একাধিক জায়গায় এদিন সকালে শ্লথ গতিতে যান চলাচল করছিল। তবে বেলা বাড়তে দিল্লির বাতাসে সামান্য উন্নতি হয়েছে। আর পুরো বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সরকারের গাফিলতির জেরেই দূষণের মাত্রা বাড়ছে বলে তোপ দেগেছে আম আদমি পার্টি।