• দেখা হল না সন্তানের মুখ! সন্তানসম্ভবা স্ত্রীকে রেখেই বেঙ্গালুরুতে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
    প্রতিদিন | ১৪ ডিসেম্বর ২০২৫
  • কল্যাণ চন্দ, বহরমপুর: প্রথম সন্তানের মুখ আর দেখা হল না। বাড়িতে গর্ভবতী স্ত্রীকে রেখে ভিনরাজ্যে কাজের জন্য গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক। সেখানেই কাজের সময় বুকে লোহার রড ঢুকে যায়। ব্যাস সব শেষ। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার। দুঃসংবাদ শুনে শোকে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী। মৃতের নাম রবিউল শেখ। বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায়।

    পুলিশ ও পরিবার সূত্রে খবর, হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের মহিষমারা-ঘোড়ামারা এলাকার বাসিন্দা ছিলেন বছর ২৪ বয়সের রবিউল শেখ। বছর খানেক আগে তিনি বিয়েও করেন। স্ত্রী গর্ভবতী হলে বেশি রোজগারের আশায় বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। মাস তিনেক আগে সন্তানসম্ভবা স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখেই তিনি ভিনরাজ্যে গিয়েছিলেন। এত দিন সব কিছু ঠিক থাকলেও গতকাল, শনিবার রাতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাত ১২টা নাগাদ রড ভর্তি একটি গাড়ি আনলোড করার কাজ চলছিল। গাড়ি থেকে ওই রড নামানোর কাজ করছিলেন মুর্শিদাবাদের ওই তরুণ।

    সেসময় ওই গাড়ির চালক গাড়িটি চালিয়ে সোজা করে রাখার চেষ্টা করেন। তখনও অসাবধানতাবশত রবিউলের বুকে ঢুকে যায় একটি লোহার রড। অন্যান্যরা দ্রুত ছুটে গিয়ে রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। আজ, রবিবার সকালে হরিহরপাড়ার বাড়িতে মৃত্যুর খবর বেঙ্গালুরু থেকে জানানো হয়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। এলাকার লোকজনও ঘটনায় হতবাক, শোকস্তব্ধ। বেঙ্গালুরু থেকে মৃতদেহ নিয়ে আসার তোড়জোর শুরু করেছে এলাকার বাসিন্দারা। বেঙ্গালুরুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)