• লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, ‘আ ওয়াক ফর কিডনি’ আয়োজন সল্টলেকের বেসরকারি হাসপাতালের
    প্রতিদিন | ১৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনির রোগ নিয়ে আরও সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ। ‘আ ওয়াক ফর কিডনি’র আয়োজন কলকাতার বিখ্যাত বেসরকারি কিডনি হাসপাতালের। রবিবাসরীয় সকালের ‘ওয়াকাথনে’ অংশ নেন কমপক্ষে ১ হাজার মানুষ।

    সকাল ৭টায় সল্টলেকের ওই হাসপাতালের ক্যাম্পাস থেকে শুরু হয় ‘ওয়াকাথন’। উপস্থিত ছিলেন এই হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক প্রতীম সেনগুপ্ত। এদিনের ‘ওয়াকাথনে’ যেন চাঁদের হাট। অনুষ্ঠানে ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পর্বতারোহী পিয়ালি বসাক, ডিসিপি বিধাননগর অনীশ সরকার, বিখ্যাত হোটেলের কর্ণধার আশিস মিত্তল-সহ আরও অনেকে। শীতের সকালে ‘ওয়াকাথনে’ হাসপাতালের তরফে অনেকেই অংশ নেন। এছাড়া কমপক্ষে ১ হাজার মানুষ শামিল হন। তাঁদের মধ্যে কেউ রোগী আবার কেউ রোগীর পরিবারের লোকজন। আবার কেউ কেউ সকলের কিডনি নিয়ে সচেতনতা বাড়াতে ‘ওয়াকাথনে’ যোগ দেন। সুতরাং এই ‘ওয়াকাথন’ যে সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করেছে, তা স্পষ্ট।

    এই হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক প্রতীম সেনগুপ্ত বলেন, “একজন চিকিৎসক হিসাবে আমি মনে করি সতর্ক হলে অনেক রোগ রোখা সম্ভব। শারীরিক কসরতের মধ্যে হাঁটাহাঁটি সবচেয়ে বেশি কার্যকর। হৃদযন্ত্র থেকে কিডনি, এছাড়া মানসিক সুস্থতার ক্ষেত্রে হাঁটার কোনও বিকল্প নেই।” তাঁর পরামর্শ, শুধু একদিন নয়। সকলের প্রতিদিন কিছুটা সময় জোরে জোরে ঘাম ঝরিয়ে হাঁটা প্রয়োজন। তাতে মিলবে সুফল। নানা রোগ থেকে দূরে থাকতে পারবেন সাধারণ মানুষ। তাই হাজার ব্যস্ততা থাকলেও, সময় বের করুন। প্রতিদিন কিছুক্ষণ হাঁটুন। তাতে কিডনির স্বাস্থ্যরক্ষা সম্ভবপর হবে।
  • Link to this news (প্রতিদিন)