• মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার, গ্রেপ্তার ঝাড়খণ্ডের মহিলা
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • গত ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় অংশ নিয়েছিলেন নদিয়া জেলার ভীমপুরের কুলগাছির বাসিন্দা তিন মহিলা। ওই সভাস্থল থেকেই তাঁদের সোনার হার চুরি হয়ে গিয়েছিল। এই অভিযোগ তোলেন তাঁরা। কান্নায় ভেঙে পড়েছিলেন ওই তৃণমূল সমর্থকরা। বিজলি বিশ্বাস, চন্দনা মণ্ডল এবং কণিকা পাল নামে ওই তিন মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে রূপালি নামে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। ধৃত মহিলার কাছ থেকে চুরি যাওয়া তিনটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ।

    এই চুরির ঘটনার সঙ্গে কি রূপালি একা জড়িত? না কি রয়েছেন আরও কেউ জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানান, সোনার হার চুরির ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি সোনার চেন উদ্ধার করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)