• ঘাটালে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে!
    আজকাল | ১৫ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিক ও পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে 'হুমকির' মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। সভামঞ্চ থেকে বিজেপি বিধায়ক বলেন, “সমস্ত ওসিদের একটা হাত, একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না।" 

    তিনি আরও বলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপি কোনওরকম আপস করবে না। ২৬-এর নির্বাচনে পুলিশের হাত-পা ভেঙে দেওয়া হবে। পুলিশ তখন বলবে আমাদের বাঁচতে দিন। নির্বাচনে কোনও তৃণমূলের বিডিও-এসডিও থাকবে না। এমনকী তৃণমূলের চোর নেতারাও থাকবে না।" এই মন্তব্য ঘিরে সম্প্রতি রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

    বিজেপির পরিবর্তন সভায় শীতল কপাটের এই বক্তব্যকে ঘিরে ঘাটাল ও আশপাশের এলাকায় রাজনৈতিক ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী শিবিরের দাবি, একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা গণতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থার জন্য এমন

    হুমকি মানায় না। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, এইসব কথাবার্তা নিয়ে আমরা মাথা ঘামাই না। কটাক্ষ করে তিনি বলেন, প্রদীপ যখন নিভে যায়,"তার আগে দপ করে একবার জ্বলে উঠে। শীতলা বাবু পুলিশকে এতো দুর্বল ভাবলেন কি করে? পুলিশ চুপচাপ বসে বসে দেখবে। আর উনার দিকে রসগোল্লা ছুড়ে দেবে। বাংলার মানুষ ওকে বলছে স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বিজেপিরা সেই দিবাস্বপ্ন দেখছে।"
  • Link to this news (আজকাল)