• বিয়ে করতে বেরিয়েও পৌঁছলেন না পাত্র!
    আজকাল | ১৫ ডিসেম্বর ২০২৫
  • মিল্টন সেন, হুগলি, ১৪ ডিসেম্বর: বিয়ের দিন এ কী বিপত্তি! প্রতারিত হয়েছেন কনে। বিয়ে করতে আসেননি পাত্র। অভিযোগ, মন্দিরবাজার থানা এলাকার দঃ বিষ্ণুপুর গ্রামের শ্বেতা ভট্টাচার্যের। অভিযোগ, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। যুবতীর দাবি, গত পাঁচ বছর ধরে উত্তরপাড়ার এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক। শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সেইমত সব আয়োজন সারা হয়ে গেছিল। কিন্তু বিয়ের দিন পাত্র ছাদনাতলায় উপস্থিত হননি। এমনকী তিনি মোবাইল ফোনও বন্ধ করে দেন।

    ঘটনার জেরে বিয়ে পন্ড হয়ে যায়। হইহই পড়ে যায় কনের বাড়িতে। অন্যদিকে চুপ করে বসে থাকেননি পাত্রীও। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে তাঁর জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্য- কে নিয়ে সোজা ওই যুবকের বাড়িতে হাজির হন শ্বেতা। কিন্তু সেখানে দরজায় কড়া নেড়েও কারো সাড়া পাননি। এরপর উত্তরপাড়ায় হাজির হন যুবতী। যুবতীর অভিযোগ, তাঁকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে সোনার গহনা নগদ টাকা নিয়েছেন যুবক। 

    এরপর তাঁদের দুজনের একসঙ্গে তোলা সেলফিও দেখান যুবতী। জ্যাঠা বলেন, "এক নম্বর কোনও সংস্থার অপারেশান ম্যানেজার বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত। এমনকী ওর কাকা কাকিমারা জানেন ছেলেটি প্রতারক। আমাদের মেয়ে প্রতারণার শিকার হয়েছে। আর কোনও মেয়ের সঙ্গে যেন এমন না হয়। তাই থানায় অভিযোগ করেছি। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।" বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ৷ 

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)