বছরের শেষ মাসেও খড়্গপুর-আদ্রা ডিভিশনে বাতিল থাকছে একাধিক ট্রেন
বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বছরের শেষেও ছবিটা একই থাকছে। চলতি মাসেই ফের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে একধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। আর এতেই ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। কারণ, দুর্গাপুজোর সময় থেকে লাগাতার ট্রেন বাতিলের প্রক্রিয়া চলছে নির্দিষ্ট ডিভিশনে। ট্রেন যাত্রীদের কথায়, প্রায় দু’তিন বছর ধরে দক্ষিণ-পূর্ব রেল উন্নত মানের পরিষেবা দিতে ব্যর্থ। দুর্গাপুজোর সময় থেকে লাগাতার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়া খড়্গপুর ও আদ্রা ডিভিশনে সময়মতো ট্রেন যাতায়াত করে না। এরফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, আদ্রা ডিভিশনে একাধিক কাজ শুরু করেছে রেল। ১৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত একগুচ্ছ রেল বাতিল করা হয়েছে। এছাড়া বেশিকিছু ট্রেনের আংশিক যাত্রাপথ ও বেশকিছু ট্রেনের সময় পরির্বতন করা হচ্ছে। জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর আসানসোল – আদ্রা – আসানসোল মেমু প্যাসেঞ্জার, ২১ ডিসেম্বর আদ্রা–বড়াভূম–আদ্রা মেমু প্যাসেঞ্জার, ১৬ ও ২০ ডিসেম্বর আদ্রা - ভাগা - আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। অপরদিকে, ১৫ ও ১৮ ডিসেম্বর ঝাড়গ্রাম–ধানবাদ– ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেনটি বোকরো স্টিল সিটি পর্যন্ত চলবে। ধানবাদ অংশ বাতিল থাকছে। এছাড়া এই দুই দিন বর্ধমান–হাতিয়া–বর্ধমান মেমু এক্সপ্রেস ট্রেনটি গোমো পর্যন্ত চলবে। তবে হাতিয়া অংশ বাতিল থাকছে। পাশাপাশি ১৬ ডিসেম্বর টাটানগর–আসানসোল–বড়াভূম মেমু ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা–আসানসোল অংশ বাতিল থাকছে। ২১ ডিসেম্বর আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা–পুরুলিয়া - আদ্রা অংশ বাতিল থাকছে বলে জানিয়েছে রেল। অন্যদিকে, ১৭ ডিসেম্বর হাতিয়া–খড়্গপুর এক্সপ্রেস, ২১ ডিসেম্বর বক্সার–টাটানগর এক্সপ্রেস, ১৬ ও ২০ ডিসেম্বর ধানবাদ– বাঁকুড়া মেমু ও ২১ ডিসেম্বর খড়্গপুর - হাতিয়া এক্সপ্রেসের সময় পরিবর্তন হচ্ছে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, খড়্গপুর ডিভিশন এলাকায় একাধিক কাজ শুরু হয়েছে। এরফলে ১৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বালেশ্বর–ভুবনেশ্বর–বালেশ্বর মেমু, ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভদ্রক–বালেশ্বর–ভদ্রক মেমু ও ২৪ ডিসেম্বর খড়্গপুর–জাজপুর কেওনঝড় রোড–খড়্গপুর এক্সপ্রেস বাতিল থাকছে। পাশাপাশি আংশিক যাত্রাপথে চলবে বেশকিছু ট্রেন। তারমধ্যে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর খড়্গপুর–ভদ্রক–খড়্গপুর মেমু ট্রেন বালেশ্বর স্টেশন পর্যন্ত চলবে। বালেশ্বর–ভদ্রক–বালেশ্বর অংশে পরিষেবা সম্পূর্ণ বাতিল।