• রাজস্থানের ৩ বিধায়কের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ, চাপের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৫ ডিসেম্বর ২০২৫
  • তিন বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রাজস্থানে। স্থানীয় কোনও কাজে বিধায়ক তহবিলের টাকা দিতে হলে সবার আগে ভাগ নিতেন তাঁরা। অভিযোগ এমনই। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিধায়কদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য ভিজিল্যান্স কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।’

    শাসক, বিরোধী এবং নির্দল বিধায়কদের উপরে স্টিং অপারেশন চালিয়েছিল রাজস্থানের একটি সংবাদপত্র। প্রতিবেদনে বিজেপির রেবন্ত্রম দঙ্গ, কংগ্রেসের অনিতা যাদব এবং নির্দল বিধায়ক রিতু বানাওয়াত কোনও কাজে নিজেদের বিধায়ক তহবিলের টাকা দেওয়ার আগে কমিশন নেন বলে অভিযোগ তোলা হয়। শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে।

    এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘উদ্বেগজনক পরিস্থিতি। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’

    রাজস্থান সরকারের উপরে চাপ ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত এ দিন বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। সরকার যে কোনও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘যত প্রভাবশালীই হোন না কেন, দোষ প্রমাণিত হলে রেয়াত করা হবে না।’

    ইতিমধ্যে দুর্নীতির তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন ভজনলাল শর্মা। কমিটিতে রয়েছেন পঞ্চায়েত, অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব। ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে কমিটি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভজনলাল শর্মা।

  • Link to this news (এই সময়)