নয়াদিল্লি: ভারতে ইহুদি উপাসনালয়গুলিতে হামলা হতে পারে। তাই দেশেও এই নিয়ে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের হানুকা উৎসবের প্রথম দিনে জঙ্গি হামলার পরেই এই সতর্কতা সামনে এসেছে।সূত্রের খবর, দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইতে ইহুদিদের উৎসবের সময় তাদের উপাসনালয়গুলিতে হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দারা জানিয়েছেন এই ইনপুট ‘গুরুতর’ পর্যায়ের। সেই ইনপুট পাওয়ার পরে নির্দিষ্ট এলাকাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।