রাতলাম (মধ্যপ্রদেশ): ফের বিতর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। শনিবার রাতলাম জেলায় এক সরকারি বৈঠকে তিনি হুমকি দেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে যে মহিলারা অংশ নেবেন, একমাত্র তাদেরই লাডলি বহেনা প্রকল্পে বর্ধিত ভাতা মিলবে। যাঁরা আসবেন না, তাঁদের ভেরিভিকেশন প্রক্রিয়া ঝুলে থাকবে।ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে লাডলি বহেনা প্রকল্পে মাসিক ভাতা ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই বিজয় শাহের এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, সরকারি প্রকল্পে অনুদানের অর্থ নিয়ে রাজ্যের মহিলাদের হুমকি ও ব্ল্যাকমেল করছেন এই বিজেপি নেতা। ঘটনাচক্রে, এক আগে সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী। এবার লাডলি বহেনা প্রকল্প নিয়ে মন্তব্যের জেরেও তিনি বিতর্কের মুখে। প্রবল সমালোচনার মুখে পড়ে রবিবার তাঁর সাফাই, মন্তব্য বিকৃত করে ভুল ব্যাখ্যা করা হয়েছে।