মাঝ আকাশে অজ্ঞান মার্কিন মহিলা, প্রাণ বাঁচালেন প্রাক্তন কং বিধায়ক
বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
বেঙ্গালুরু: গোয়া থেকে দিল্লি পাড়ি দিয়েছিল বিমান। মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন এক মার্কিন মহিলা যাত্রী। ঠিক সেইসময় পরিত্রাতার ভূমিকা নিলেন কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক অঞ্জলি নিম্বলকর। অচৈতন্য ওই বিদেশি নাগরিকের চিকিৎসায় এগিয়ে আসেন অঞ্জলি। তড়িঘড়ি সিপিআর দিয়ে সহযাত্রীকে সুস্থ করে তোলেন তিনি। এই তৎপরতার জন্য প্রাক্তন কংগ্রেস বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ বিমানের যাত্রীরা। সোশ্যাল মিডিয়া পোস্টে অঞ্জলির তারিফ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও।
শনিবার গোয়া থেকে বিমান ওড়ার কিছুক্ষণ পরই ওই বিদেশিনির অস্বস্তি বোধ হয়। রীতিমতো কাঁপতে শুরু করেন। এরপর হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে যোগ দেওয়ার জন্য একই বিমানে যাচ্ছিলেন অঞ্জলি। সহযাত্রীকে অসুস্থ দেখে বিন্দুমাত্র দেরি করেনি তিনি। মার্কিন মহিলাকে সিপিআর দিয়ে সুস্থ করে তোলেন। এরপর সারাক্ষণ ওই যাত্রীর সঙ্গেই ছিলেন তিনি। দিল্লিতে বিমান নামার পর একটি অ্যাম্বুলেন্সে করে মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, গোয়া থেকে ঘুরে দিল্লি যাচ্ছিলেন তিনি। বিমানে ওঠার আগের দিনও অসুস্থ ছিলেন। তবে প্রাক্তন কংগ্রেস বিধায়কের তৎপরতায় প্রাণ বেঁচেছেন।