• ওয়াংচুকের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইউজিসি স্বীকৃতির পক্ষে সওয়াল
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: লাদাখে কেন্দ্র বিরোধী হিংসায় মদতের অভিযোগে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গত সেপ্টেম্বরে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। বর্তমানে জেলবন্দি তিনি। এরইমধ্যে সোনামের শিক্ষা প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস (এইচআইএএল)-র ভূয়সী প্রশংসা করল শিক্ষা, নারী, যুব ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় কমিটি। এখনই ওই প্রতিষ্ঠান ইউজিসির স্বীকৃতি পাওয়া উচিত বলেও মনে করছে তারা। কমিটির মতে, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের ক্ষেত্রে দারুণ কাজ করছে সোনামের প্রতিষ্ঠান। যদিও সোনাম গ্রেফতার হওয়ার পরই এইচআইএএল-এর জমির বরাদ্দ বাতিল করেছে লাদাখ প্রশাসন। নিয়ম ভাঙার অভিযোগে সংস্থাটির বিদেশ অনুদানেও নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন ওই কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে ইউজিসির স্বীকৃতি না দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির পরামর্শ, সোনামের প্রতিষ্ঠান যে মডেলে পরিচালিত হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তা পর্যবেক্ষণ করা উচিত। দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই মডেল কার্যকর করা যায় কি না, তাও আলোচনা করা দেখা উচিত।

    লাদাখে গিয়ে পর্যবেক্ষণের কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, এইচআইএএল শিক্ষা, গবেষণা সহ বিভিন্ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার হাতেকলমে প্রয়োগও করে দেখাচ্ছে এই প্রতিষ্ঠান। উপকৃত হচ্ছেন লাদাখের সাধারণ মানুষ। এই কাজের জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিও মিলেছে। তা সত্ত্বেও ইউজিসি কেন এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়নি, তাতে কমিটির সদস্যরা বিস্মিত। এব্যাপারে ইউজিসির দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেছে সংসদীয় কমিটি। 
  • Link to this news (বর্তমান)