• পূজ্য বাপু নারেগা বিল নিয়ে দুশ্চিন্তায় মোদি
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: পূজ্য বাপু বিল নিয়ে দুশ্চিন্তায় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে চারটি বিল। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে ‘টুঁ’ শব্দটি করছে না মোদি সরকার। আসলে নাম বদলের নেশায় নিমগ্ন নরেন্দ্র মোদি ১০০ দিনের কাজ সংক্রান্ত নারেগা বিলে মন্ত্রিসভার সম্মতি আদায় করেছেন ঠিকই। কিন্তু সংসদে বিল নিয়ে চাপে রয়েছেন। বিশেষত, সামনেই পশ্চিমবঙ্গে ভোট। বাঙালির আবেগে আঘাত কি ব্যুমেরাং হবে? ভেবে উঠতে পারছেন না। কারণ, গান্ধীজিকে ‘মহাত্মা’ নামটি দিয়েছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। 

    কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনে চলা প্রকল্পের নাম বদলে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ করার সংশোধন বিল পাশ হয়েছে। তবে বিলটি সংসদে পেশ করা নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। আসলে পরোক্ষে রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে বলে সরব বিরোধীরা। তাই তাদের বশ মানাতে আজ সোমবার আচমকাই বেলা একটায় বৈঠক ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উপস্থিত থাকবেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। আ‌ইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বিরোধীদের পক্ষে কংগ্রেসের গৌরব গগৈ, তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার, সমাজবাদী পার্টি ধর্মেন্দ্র যাদব, এনসিপি (এসপি)র সুপ্রিয়া শুলের মতো নেতানেত্রীরা। পূজ্য বাপু নাম বদলের বিষয়টিতে বিরোধীরা সরকারকে সমালোচনার শূলে চড়াবেন বলেই রাজনৈতিক সূত্রে খবর। ফলে আজ স্পিকারের ডাকা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক উত্তপ্ত হতে চলেছে। যদিও বিলটি পেশ ও পাশ হলেও সংসদে থাকবেন না মোদি। আজ থেকে চারদিনের বিদেশ সফর। জর্ডন, ইথিওপিয়া এবং ওমান। 

    কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘মোদি তো প্যাকেজিংয়ে মাস্টার। ইউপিএ সরকারের নির্মল ভারত অভিযানের নাম বদলে করেছেন স্বচ্ছ ভারত অভিযান। গ্রামে এলপিজি সিলিন্ডার পৌঁছনোর কর্মসূচিকে উজ্জ্বলা যোজনা। আর এখন মহাত্মা গান্ধী নারেগাকে পূজ্য বাপু...। বিষ্ময়ের বিষয়, বিজেপি পণ্ডিত নেহরুকে ঘৃণা করে। এখন মহাত্মা গান্ধীকেও অপছন্দ? তাই তাঁর নামটিই বাদ দিয়ে চাইছেন?’ বাপু বিল নিয়ে তৃণমূলও ক্ষুব্ধ। তবে সরকার যেহেতু আনুষ্ঠানিকভাবে বিলটির কথা ঘোষণা করেনি, তাই তারাও এ ব্যাপারে এখনই প্রকাশ্যে কিছু বলছে না। স্পিকারের বৈঠকে সরকার বিলটির কথা তুললেই সরব হবে। দলের মত ও মন্তব্য কী হবে, তা নিয়ে রবিবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন জোড়াফুলের সংসদীয় দলের নেতানেত্রীরা। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)