অমৃতসর: ফের দিনেদুপুরে শ্যুটআউট পাঞ্জাবের অমৃতসরে। গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। রবিবার গুরুনানক পুরা এলাকার এই ঘটনায় জখম দু’জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক শ্রমিক রাস্তা দিয়ে হাঁটছিলেন। পিছন থেকে স্কুটারে চড়ে এসে এক দুষ্কৃতী তাঁকে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগেই পর পর গুলি চালাতে চালাতে চম্পট দেয় ওই দুষ্কৃতী। এই ঘটনায় ওই শ্রমিক ছাড়াও অপর এক মহিলা জখম হয়েছেন। তদন্ত শুরুর পাশাপাশি দোষীকে শীঘ্রই গ্রেফতারের আশ্বাসও দিয়েছে পুলিশ।