• মঙ্গলবার প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা, আগের দিন থেকেই নাম দেখে নেওয়া যাচ্ছে বিএলও অ্যাপে
    আনন্দবাজার | ১৫ ডিসেম্বর ২০২৫
  • আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়নি এখনও। তবে বুথস্তরের আধিকারিক (বিএলও)-দের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে ইতিমধ্যে চলে এসেছে খসড়া তালিকা। সেই তালিকা এখন থেকেই দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও-রা।

    মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশনের দফতরে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে বিএলও অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট বুথ ধরে ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে সেখানে। সূত্রের খবর, যাঁরা এনুমারেশন ফর্ম শুধুমাত্র সই করে জমা দিয়েছেন, তাঁদেরও নাম থাকবে কমিশনের খসড়া তালিকায়।

    কেবল মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ যাচ্ছে এই তালিকা থেকে। এ ছাড়া অনেকে এমনও রয়েছেন, যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি। অর্থাৎ, তাঁরা ভোটার হতে চান না। এই নামগুলি খসড়া তালিকা থেকে বাদ পড়ছে। সব মিলিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন। কমিশন সূত্রে খবর, এ ছাড়া খসড়া তালিকায় সকলেরই নাম থাকার কথা।

    গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিন ক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন জানিয়েছে, মোট ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। তাঁদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের অফিসার(বিএলও)-রা। যে নামগুলি সরাসরি বাদ পড়েছে (মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, একাধিক জায়গায় নাম এবং যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি) পড়েছে, সেগুলি বাদে সকলেরই নাম খসড়া তালিকায় ওঠার কথা।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর ইতিমধ্যে জেলাস্তরে ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানে গিয়েও নিজেদের নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট জেলার ভোটাররা। এই তালিকা প্রকাশের পরে সেখান থেকে অনেকেরই ডাক পড়বে কমিশনের শুনানিতে। তার ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত তালিকা।
  • Link to this news (আনন্দবাজার)