• পুজোর ফুল কিনতে যাওয়ার সময়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত্যু বেলদার তরুণের
    এই সময় | ১৫ ডিসেম্বর ২০২৫
  • বাড়ির পুজোর ফুল কিনতে যাওয়ার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই মোটরবাইকে থাকা আরও এক যুবক। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় জোড়াগাড়িয়া ফাঁড়ি এলাকার ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

    জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের ধনেশ্বরপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির আইসি দীপক দে-সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বাইকে করে একারুখী গ্রামের বাসিন্দা ওই দুই যুবক পুজোর ফুল কিনতে যাচ্ছিলেন। ধনেশ্বরপুর মোড়ে দ্রুতগতিতে থাকা তাঁদের বাইক টার্নিং নিতে গেলে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকের হ্যান্ডেলের সঙ্গে ধাক্কা লাগে। সেই অভিঘাতে ছিটকে পড়েন তাঁরা। সেই সময়েই খাকুড়দার দিক থেকে যাওয়া একটি বালি বোঝাই ডাম্পার তাঁদের পিষে দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পাঠানো হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

    মৃত যুবকের নাম সুদীপ সুতকুন্ডি। বয়স ২১ বছর। বাড়ি বেলদা থানার দেউলি গ্রামে। মৃত সুদীপ দীর্ঘদিন ধরে দাঁতন দু’নম্বর ব্লকের একারুখী গ্রামে মামার বাড়িতে থাকতেন। সোমবার ভোরে বন্ধুকে নিয়ে খাকুড়দাতে ফুল কিনতে আসার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পরে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ।

  • Link to this news (এই সময়)