• শতাধিক উড়ান বাতিল, বিপর্যস্ত ট্রেন চলাচল! ঘন কুয়াশার চাদরে দিল্লি
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: বিষ বায়ু ও ঘন কুয়াশার দাপটে দুর্ভোগ অব্যাহত দিল্লিবাসীর। যার জেরে চূড়ান্ত বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। সোমবার ভোরের দিকে রাজধানীর বহু এলাকায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল। ব্যাপক প্রভাব পড়ে যান শহরে চলাচলের ওপরে। একাইসঙ্গে ঘন কুয়াশার জেরে এদিন শতাধিক উড়ান বাতিল করা হয়েছে। একই দৃশ্য ধরা পড়েছে রেলপথেও। বহু ট্রেন দেরিতে চলছে। অনেক ট্রেন বাতিল অথবা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

    গত কয়েকদিন থেকে দিল্লির দূষণ পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরু করে। গতকালে তুলনায় আজ, সোমবার পরিস্থিতি ছিল প্রায় এক। এদিন সকাল ৬টা নাগাদ রাজধানীর বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৫৬। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, চলতি মরশুমে একটি দ্বিতীয় সর্বোচ্চ একিউআই স্তর।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে দিল্লির অক্ষরধাম। সেখানকার একিউআই ছিল ৪৯৩। অশোক বিহারের একিউআই ৫০০। খারাপ অবস্থা নয়ডারও। পরিস্থিতি মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি প্রশাসন। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৪ (জিআরএপি) চালু করা হয়েছে দিল্লিজুড়ে। কোনও ট্রাক রাজধানীতে ঢুকতে পারবে না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। সড়ক নির্মাণ সহ অন্যান্য সরকারি নির্মাণ প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক স্কুলের পাশাপাশি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের হাইব্রিড (অনলাইন ও অফলাইন) পদ্ধতিতে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রয়োজন ছাড়া সাধারণ নাগরিকদের, বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)