• সোনিয়ার কাছে নেতাদের নামে নালিশ করে বহিষ্কৃত ওড়িয়ার সংখ্যালঘু নেতা
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: ওড়িশায় কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়ে উঠল। দিনকয়েক আগে রাজ্য নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন প্রাক্তন বিধায়ক মহম্মদ মোকিম। সোমবার তাঁকে বহিষ্কারের চিঠি পাঠাল কংগ্রেস।বারাবতী-কটক কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোকিম। ‘বিদ্রোহী’ এই নেতাকে বহিষ্কারের জন্য হাইকমান্ডের কাছে সুপারিশ করেছিলেন ওড়িশার প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস। আনা হয়েছিল দলবিরোধী কাজের অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে এআইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি।সোনিয়াকে পাঠানো পাঁচ পৃষ্ঠার চিঠিতে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন মহম্মদ মোকিম। ওড়িশায় দল ঠিকমতো চলছে না বলেও দাবি করেন তিনি। তুলেছিলেন আঙুল তুলেছিলেন প্রদেশ সভাপতি ভক্তচরণ দাস নেতৃত্বদানের দক্ষতা নিয়েও। তাঁকে বহিষ্কার করে আদতে কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের বার্তা দিলো বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
  • Link to this news (বর্তমান)