গোয়ার নাইটক্লাবে আগুন: আগামীকাল দিল্লিতে ফেরানো হবে লুথরা ভাইদের
বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: নাইটক্লাবে আগুন লাগার খবর পাওয়ামাত্র থাইল্যান্ড পালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল লুথরা ভাতৃদ্বয়। ফুকেটে গিয়ে গা ঢাকা দেন তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। থাই পুলিশের হাতে ধৃত গৌরব ও সৌরভ লুথরাকে দেশ ফেরানোর প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল, মঙ্গলবার সকালে দিল্লি আনা হবে তাঁদের।জানা গিয়েছে, লুথরা ভাইদের দিল্লির আইজিআই বিমানবন্দরে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এরপর তাঁদের তোলা হবে দিল্লির আদালতে। আদালতের কাছে ধৃতদের ট্রানজিট রিমান্ড চাওয়া হবে পুলিশের তরফে। তা মঞ্জুর হলে পরবর্তী তদন্তের জন্য দু’জনকে গোয়ায় নিয়ে যাওয়া হবে।গত ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ২৫ জন। অধিকাংশই ছিলেন ওই ক্লাবের কর্মী। আগুন লাগার কারণ নিয়ে একাধিক তত্ত্ব উঠে আসে। একইসঙ্গে জানা যায়, ক্লাবটিতে আগুন সংক্রান্ত নিরাপত্তায় বিস্তর ফাঁক ছিল। একটাও কার্যকারী অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। গোটা ক্লাবে ছিল না কোনও সুরক্ষা অ্যালার্ম। প্রবেশপথ এতটাই সরু ছিল যে বিপদের সময় দমকলের গাড়ি ঢুকতে বেগ পাবে। আপদকালীন প্রস্থানের কোনও ব্যবস্থা ছিল না। তাই আগুন লাগার পরিণতি হয়েছে মারাত্মক। এইসব গাফিলতির কথা লুথরা ভাইয়েরা ভালোমত জানতেন। আর তাই বিপর্যয়ের খবর পেতেই দেশ ছেড়ে পালান দুজনে। তাঁদের ধরতে ব্লু কর্নার নোটিশ জারি হয়।