১৫ ডিসেম্বর, বেঙ্গালুরু: মিডনাইট পার্টিতে হানা। পুলিশের ভয়ে হোটেলের ড্রেন পাইপ বেয়ে পালাতে গিয়ে আহত হলেন তরুণী। ঘটনাটি ঘটেছে , বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকার একটি লজে। জানা গিয়েছে, রবিবার ওই ২১ বছর বয়সী তরুণী তাঁর সাত বন্ধুর সঙ্গে নাইট পার্টি করার জন্য সি এস্তা লজের তিনটি ঘর ভাড়া নেয়।রাত ১টার পর থেকে ভোর পর্যন্ত পার্টি করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঝরাতে তারস্বরে গান বাজতে থাকায় বিরক্ত হন স্থানীয়রা। বাধ্য হয়ে তাঁরা পার্টি চলাকালীন পুলিশের ১১২ হেল্পলাইন নম্বরে অভিযোগ করেন। খবর পেয়ে ছুঁটে আসেন স্থানীয় পুলিশ। পুলিশের তরফে বলা হয়, গান থামিয়ে তাঁদের হট্টগোল বন্ধ করতে হবে। মাঝরাতে গানবাজনার জন্য আশপাশের বাসিন্দাদের সমস্যা হচ্ছে। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। লজের চারতলার বারান্দা থেকে ড্রেন পাইপ বেয়ে নীচে নেমে পালানোর চেষ্টা করেন। সেইসময় পা ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তরুণী। তাঁকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে লজের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।