চাষের জমি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ, উদ্ধার প্যাকেট ভর্তি কার্তুজ
বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চাষের জমি খুঁড়তেই বেরিয়ে এল একের পর এক প্যাকেট ভর্তি কার্তুজ। সোমবার সকালে শালবনীর ৯ নম্বর কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের আশনাশুলি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জমির আল খোঁড়ার সময় আচমকাই মাটির তলায় একাধিক প্যাকেট চোখে পড়ে। প্যাকেট খুলতেই দেখা যায়, তার ভিতরে রয়েছে মোট ১৭৯ টি কার্তুজ। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে শালবনী থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ। পুলিশ কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে যায়। কী করে এতগুলি কার্তুজ মাটির তলায় এল, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কার্তুজগুলি অনেক পুরোনো এবং বর্তমানে নিষ্ক্রিয়।