যুবভারতীতে ভাংচুরে ফুটেজ দেখে চিহ্নিত তাণ্ডবকারীরা, গ্রেফতার বেড়ে ৫
বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা;যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় জারি। আজ সোমবার আরও তিনজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা হলেন,বাসুদেব দাস, সঞ্জয় দাস ও অভিজিৎ দাস। এর আগে শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু নাম দুজনকে পাকড়াও করে পুলিশ। এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনের সিসিটিভি আর সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট আটটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দান, অশান্তি পাকানো সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। এদিকে, মেসির অনুষ্ঠানের আয়োজক দলের আরও ৬ জনকে জিজ্ঞাবাদের জন্য তলব করেছে পুলিশ। শনিবার এলএম টেনের ক্ষীণ দর্শন থেকেও বঞ্চিত হয়েছে যুবভারতীর গ্যালারি। দর্শকদের আঙুলের নিশানায় নেতা-মন্ত্রী-আমলাদের হ্যাংলামি। অথচ যারা হাজার হাজার টাকা খসালেন, তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। ভস্মে ঘি ঢালার আক্রোশে ফেটে পড়েন ফ্যানরা। চলে ভাঙচুর, তাণ্ডব। চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলায় প্ররোচনা ও উসকানির অভিযোগে শনিবারই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। গতকাল রবিবার সকালেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।