• খসে গেল পাকিস্তানের মুখোশ! পহেলগাম হামলার তদন্তে ১৫৯৭ পৃষ্ঠার চার্জশিট NIA-র, কী রয়েছে তাতে?
    এই সময় | ১৬ ডিসেম্বর ২০২৫
  • পাকিস্তানের মাটিতেই করা হয়েছিল পহেলগামের নারকীয় হামলার মূল পরিকল্পনা! ৮ মাস ধরে তদন্তের পরে এই বিষয়ে তারা নিশ্চিত বলে সাফ জানাল NIA। সোমবার জম্মুর এক বিশেষ আদালতে এই তদন্তের প্রেক্ষিতে ১৫৯৭ পৃষ্ঠার দীর্ঘ চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। চার্জশিটে সরাসরি নাম রয়েছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF-এর। এ ছাড়াও পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলার সাজিদ জাট-সহ মোট সাতজনকে এই মামলায় অভিযুক্ত করেছে NIA।

    NIA-র তদন্তে উঠে এসেছে, পহেলগামের এই হামলা ছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তদন্তকারীদের দাবি, এই হামলায় সরাসরি ইন্ধন ছিল পাকিস্তানের। সেখানেই হামলার মূল পরিকল্পনা করা হয়েছিল। চার্জশিটে Legal Entity হিসেবে অভিযুক্ত করা হয়েছে লস্কর-ই-তৈবা এবং TRF-কে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ভয়ানক হামলায় প্রাণ গিয়েছিল ২৫ জন পর্যটক এবং ১ জন স্থানীয় বাসিন্দার।

    চার্জশিটে নাম রয়েছে ‘অপারেশন মহাদেব’-এর সময়ে ভারতীয় সেনার হাতে খতম তিন পাকিস্তানি জঙ্গিরও। ২০২৫ সালের জুলাই মাসে শ্রীনগরের দাচিগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ফয়সল জাট ওরফে সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিবরান এবং হামজা আফগানি। চার্জশিট অনুযায়ী এরাই পহেলগামে নিরীহ পর্যটকদের উপরে গুলি চালিয়েছিল।

    হামলায় ব্যবহৃত অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া এবং হামলায় জড়িত জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে চলতি বছরের ২২ জুন, পারভেজ আহমেদ এবং বশির আহমেদ জোথাড নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল NIA। জেরায় তারা স্বীকার করেছে, পাকিস্তানি জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ এবং পহেলগাম হামলায় সাহায্য করেছিল তারা। দু’জনেই বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

    অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, অস্ত্র আইন ১৯৫৯ এবং UAPA ১৯৬৭-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলার অন্যান্য রহস্যের জট ছাড়াতে আরও তদন্ত করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)