• কালপ্রিট সেই বেপরোয়া গতি, মুর্শিদাবাদে মৃত তিন
    আজকাল | ১৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ খড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা। মোটরবাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন। সোমবার ঘটনাটি ঘটেছে হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের উপর খড়গ্রাম থানার কাপাসডাঙ্গা সংলগ্ন রাইস মিলের কাছে। তিন যুবকের মৃত্যুর পর তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই ঘাতক ডাম্পারটিকে নিয়ে পালিয়ে যায় চালক। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

    জানা গেছে, খড়গ্রাম থেকে মোটরবাইকে চেপে বাজার করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেয় বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন। আহতদের উদ্ধারে প্রথমে স্থানীয়রাই হাত লাগান। পুলিশ এসে দ্রুত তিনজনকে উদ্ধার করে খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ওই তিনজনকে। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

    মৃতরা হলেন আসলাম শেখ (১৬), আকাশ শেখ (২৬) এবং ঈদ মোহাম্মদ (১২)। তিনজনেরই বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার তিন যুবক খড়গ্রামের নগর গেছিলেন বাজার করার জন্য। ফেরার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্ত করার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পুলিশমর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া। অন্যদিকে ঘটনার জেরে বাদশাহী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

    এদিকে, জল অথবা অন্য খাবার খেয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভা এলাকায় অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৭০ থেকে ৮০ জন বলে স্থানীয়রা দাবি করেছেন। অসুস্থ থাকাকালীন জঙ্গিপুর হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর নাম আয়েশা বিবি, বাড়ি ধুলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। 

    অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। 

    ইতিমধ্যে ধুলিয়ান পুরসভার তরফে মেডিক্যাল টিম পাঠানোর পাশাপাশি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য জলের ট্যাঙ্ক পাঠানো এবং এলাকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ–পশ্চিম মাঠপাড়া এলাকায় গত দু’‌দিন ধরে বেশ কিছু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের অনেকের বমি, ডায়রিয়া, জ্বর–সহ একাধিক লক্ষণ রয়েছে। অসুস্থদের মধ্যে অনেকেই বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং অনুপনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

     
  • Link to this news (আজকাল)