• একই গাড়ি একাধিক ব্যক্তিকে বিক্রি করে টাকা আত্মসাৎ! বনগাঁয় গ্রেপ্তার মহিলা
    প্রতিদিন | ১৬ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: একটি গাড়ি দেখানো হয়েছে একজনকে। এদিকে বিক্রি করা হয়েছে অন্যকে। শুধু তাই নয়, প্রথমজনের কাছে বাইক বিক্রির জন্য মোটা টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। গাড়ি পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা ও একাধিকবার ফোন। কিন্তু বিক্রেতাদের থেকে কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি। শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Bangaon)। ধৃতের নাম অঙ্কিতা ঘোষ।

    জানা গিয়েছে, বনগাঁ থানার শক্তিগড় এলাকায় বাড়ি অঙ্কিতা ও তাঁর স্বামীর। ওই দম্পতি পুরনো গাড়ি কেনাবেচার কাছে যুক্ত বলে খবর। বিভিন্ন ব্যক্তির থেকে ওই দম্পতি পুরনো গাড়ি কেনেন। পরে অন্যান্য খদ্দেরের কাছে সেইসব গাড়ি বিক্রি করা হত। সম্প্রতি বনগাঁরই এক ব্যক্তি ওই দম্পতির থেকে এমনই একটি পুরনো গাড়ি কিনেছিলেন। গাড়ির রেজিস্ট্রেশন করার নামে ওই ব্যক্তির থেকে আরও টাকা ওই দম্পতি নিয়েছিলেন! কিন্তু এরপরেই ঘটে অন্য ঘটনা। অভিযোগ, ওই দম্পতি বাইকটি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেন চড়া দামে। ওই যুবক বাইকটি নেওয়ার জন্য দম্পতির কাছে গিয়েছিলেন। অভিযোগ, ওই বাইক দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন দম্পতি। অনেক চাপাচাপির পর ঘটনার কথা তিনি জানতে পারেন।

    এরপরই ওই যুবক বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে শক্তিগড় এলাকা থেকে গ্রেপ্তার করে অঙ্কিতা ঘোষকে। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, ওই দম্পতি এর আগেও পুরনো গাড়ি বিক্রির নামে প্রতারণা করেছেন। একই গাড়ি দেখেই বিভিন্ন জনের থেকে টাকা নেওয়া হত বলে অভিযোগ। ওই চক্রের সঙ্গে কতজন জড়িয়ে? কত টাকার প্রতারণা হয়েছে এতদিন ধরে? সেসব বিষয় জানার চেষ্টা করছে। আজ, সোমবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)