নয়াদিল্লি: বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দির। বিগ্রহ দর্শনের সময়সূচি ও অন্যান্য আচার পরিবর্তন নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার, জেলা প্রশাসন ও মন্দির পরিচালন কমিটিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি মন্দিরে ‘ভিআইপি কালচার’ নিয়ে প্রশাসনের উপর রীতিমতো ক্ষুব্ধ শীর্ষ আদালত। ‘মোটা টাকার বিনিময়ে পুজো দেওয়ার জন্য ভগবানকে এক মিনিটের জন্যও বিশ্রাম দেওয়া হচ্ছে না।’ এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চের।
বাঁকে বিহারী মন্দিরে বংশপরম্পরায় পুরোহিত নির্বাচিত হয়ে আসছে গোস্বামী সম্প্রদায় থেকে। তাঁদের অভিযোগ, প্রতি বছর ঋতু বদলের (শীত ও গ্রীষ্ম) সঙ্গে সঙ্গে পুজোর সময়সূচি পরিবর্তিত হয়। দুপুরে ভগবানের বিশ্রামের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। দুপুরে ভগবানের বিশ্রামের সময় সাধারণ ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন না। কিন্তু প্রশাসন তা মানতে চাইছে না। এই সময়ে মোটা টাকার বিনিময়ে বিশেষ দর্শনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তার জেরে ভগবানের বিশ্রাম সময়সীমা লঙ্ঘন হচ্ছে। সোমবার মন্দিরের পূজারিদের পক্ষ থেকে আইনজীবী শ্যাম দিওয়ান প্রশাসনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমরা চাই না মন্দিরে পদপিষ্টের মতো অবস্থা তৈরি হোক। ভিড় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু তাই বলে প্রভাবশালীদের জন্য বিশেষ দর্শনের সময়সূচি থাকা উচিত নয়। চিরাচরিত রীতি মেনে ঋতু অনুযায়ী পুজোর সময় পরিবর্তন হয়ে থাকে। আমাদের তা মেনে চলা উচিত।’ এরপরই প্রশাসনের সিদ্ধান্তকে এক হাত নিয়ে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, ‘আপনারা ভগবানকে কি এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে দেবেন না?’ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাই প্রোফাইল এই মামলার শুনানির দিনক্ষণ ধার্য করেছে শীর্ষ আদালত।