অযোধ্যা: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। তাঁর নির্দেশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি সৌধ। আর সেই সত্য সবসময় স্বীকার করে এসেছেন রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম চরিত্র রামবিলাস দাস বেদান্তি। অযোধ্যায় রামমন্দির নির্মাণের সেই অন্যতম পুরোধা ব্যক্তিই সোমবার ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছিলেন বিজেপি সাংসদ। সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়ায় অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভরতি হন। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। বেদান্তির দেহ অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার, পূর্ণ ধর্মীয় আচার মেনে সকাল ১০টায় সরযূ নদীর ঘাটে তাঁকে জলসমাধি দেওয়া হবে। বাবরি ধ্বংস মামলায় তিনি ছিলেন অন্যতম অভিযুক্ত। যদিও পরে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।