• প্রিয়াঙ্কা-পিকের ‘গোপন বৈঠক’! রাজনৈতিক জল্পনা তুঙ্গে
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: রীতিমতো সাড়া জাগিয়ে বিহারে ভোটের ময়দানে নেমেছিলেন। কিন্তু সাফল্য আসেনি। খালি হাতেই ফিরতে হয়েছে জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। বিহারের ভোটে ভরাডুবি প্রাক্তন ভোটকুশলীর রাজনৈতিক ভবিষ্যতকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এরমধ্যে ফের শিরোনামে প্রশান্ত কিশোর (পিকে)। সূত্রের খবর, গত সপ্তাহে ওয়েনাড়ের সাংসদ তথা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন পিকে। সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে প্রায় ঘণ্টাখানেক তাঁদের আলোচনা হয়। 

    বিহারের সদ্যসমাপ্ত ভোটে হালে পানি পায়নি কংগ্রেসও।  এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা ও পিকের বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে। যদিও আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। 

    সোমবার এই সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও কিছুই খোলসা করেননি প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি কার সঙ্গে দেখা করছি বা করছি না, তা নিয়ে কেউই আগ্রহী নন।’ অন্যদিকে, প্রিয়াঙ্কার সঙ্গে কোনও বৈঠক হয়নি বলে সাফ জানিয়েছেন পিকে। যদিও এতে জল্পনা থামছে না। 

    রাজনৈতিক মহলের মতে, অতীতে হাত শিবিরের সঙ্গে মিলে কাজ করেছেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী হিসেবে। ২০১৭ সালে পাঞ্জাবে বিজেপি-অকালি দলের জোটকে পরাস্ত করে কংগ্রেসের অমরিন্দর সিংকে জিততে সাহায্য করেছিলেন পিকে। যদিও সেবছরই উত্তরপ্রদেশের ভোটে ধরাশায়ী হয় কংগ্রেস-সপা জোট। এর পরেও বেশ কয়েক বছর কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন পিকে। পরে কংগ্রেস সঙ্গত্যাগ করে নিজের দল প্রতিষ্ঠা করেন তিনি। কিন্তু বিহার নির্বাচনে হারের পর পিকে ফের নিজের পুরোনো পেশায় ফিরতে পারেন বলে শুরু হয়েছে তুমুল জল্পনা।

    সূত্রের খবর, বছর ঘুরলেই বাংলা, তামিলনাড়ু ও অসম এবং ২০২৭ সালে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাতে নির্বাচন। আর ২০২৯ সালে লোকসভা ভোট। চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরাকে পাখির চোখ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে পর পর বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে কড়া টক্কর দিতে ফের পিকের সঙ্গে হাত মেলাতে পারে কংগ্রেস। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)