• উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে নয়া বিনিময় কৌশল ‘থ্রো’, শীত পড়তেই সতর্ক বিএসএফ
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিনিময় প্রথা! মাদকের বিনিময়ে সোনার বিস্কুট! এমন লেনদেনের পদ্ধতি ‘থ্রো’। উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে এমন কৌশল নিয়েছে পাচারকারী সিন্ডিকেট। বিভিন্ন পাচারের ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে এমনই অনুমান গোয়েন্দাদের। তাঁদের বক্তব্য, পাচারকারীদের এমন সিন্ডিকেট দুই দিনাজপুরের সীমান্তে বেশি সক্রিয়। বিএসএফ জওয়ানদের বিভ্রান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে সংশ্লিষ্ট সিন্ডিকেটের ক্যারিয়াররা। তারা এক্ষেত্রে মহিলাদেরও ব্যবহার করছে। এর বিরুদ্ধে সীমান্তে নজরদারি আরও জোরদার করছে বিএসএফ। 

    বিএসএফের এক অফিসার জানান, মাদকের বিনিময়ে সোনার বিস্কুট আসতে পারে। কিংবা মাদক ও সোনা পাচারের টাকা হওলায় লেনদেন হতে পারে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি তদন্ত করছে। তবে পাচারকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে সীমান্তে যথেষ্ট সক্রিয় বিএসএফ জওয়ানরা।

    ইতিমধ্যে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগি জানিয়েছেন, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেও পাচারকারীরা পার পাচ্ছে না। বর্তমানে এখানে পাচার অনেকটাই নিয়ন্ত্রণে। ১১ মাসে বিভিন্ন সীমান্ত থেকে গোরু, মাদক, সোনা প্রভৃতি মিলিয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। 

    বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে থাকা এলাকাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর অন্যতম। সংশ্লিষ্ট দুই জেলায় স্থল ও জল সীমান্ত রয়েছে। অধিকাংশ স্থল সীমান্তে চাষের জমি, চা বাগান রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, কাঁটাতারের বেড়া সংলগ্ন চাষের জমিতে ঘাঁটি গাড়ছে ক্যারিয়াররা। তাদের সঙ্গে প্লাস্টিক, কাপড়ের টুকরা, দড়ি প্রভৃতি থাকছে। প্লাস্টি ও কাপড়ের টুকরো দিয়ে তৈরি করা হচ্ছে একাধিক ‘বল’। সেই বলগুলির ভিতরে থাকছে কাফ সিরাপের বোতল, ট্যাবলেন, গাঁজা ও ব্রাউন সুগারের মতো মাদক। এরপর সুযোগ বুঝে পাচারকারীরা সেই বলগুলি কাঁটাতারের বেড়া উপর দিয়ে ছুড়ছে বাংলাদেশে। 

    একইভাবে সংশ্লিষ্ট দুই জেলায় বাংলাদেশ থেকে আসছে সোনার বিস্কুট। গোয়েন্দারা জানিয়েছে, পাচারের অপারেশন বাস্তবায়িত্ব করতে বিএসএফ জওয়ানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে পাচারকারীরা। এজন্য গ্রামের রাস্তায় নিজেদের মধ্যে গোলমালের নাটক করছে। সেখানে জওয়ানরা গেলেই সীমান্ত ফাঁকা। দু’পারের মধ্যে মোবাইল ফোনে বার্তা আদান-প্রদান। নিমিষের মধ্যেই ‘অপারেশন’ শেষ। এছাড়া, সীমান্তের আঁকাবাঁকা পথে জওয়ানরা এক প্রান্ত থেকে আরএক প্রান্ত টহল দেওয়ার সময় কাঁটাতারের বেড়ার উপর দিয়ে সামগ্রী ছোড়াছুড়ি করছে পাচারকারীরা। কখনও কখনও টোপ দিয়ে মহিলাদের ক্যারিয়ার হিসেবে ময়দানে নামাচ্ছে। 

    এদিকে, শীত পড়তেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে ফের সক্রিয় হচ্ছে পাচারকারীরা। বিশেষ করে ভোরে ও রাতের কুয়াশাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। গত কয়েক দিনে হিলি থেকে শিলিগুড়ি, বেরুবাড়ি থেকে মেখলিগঞ্জ প্রভৃতি এলাকা থেকে বেশকিছু মাদক সামগ্রী উদ্ধার হয়েছে। বিএসএফ জানিয়েছে, গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত থেকে ৬২ হাজার ৭০৩ বোতল কাফ সিরাপ, প্রায় ১৮০ কেজি গাঁজা,  ১৮১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এছাড়া, সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ ৭৬ হাজার ৩৫০ টাকার।
  • Link to this news (বর্তমান)