• রাধিকাপুর থেকে বেঙ্গালুরুগামী ট্রেনের দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জেলার মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থে দক্ষিণ ভারতগামী ট্রেনের দাবি দীর্ঘদিনের। সেই দাবির কথাই সোমবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তুলে ধরলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি সপ্তাহে দু’বার রাধিকাপুর থেকে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু থেকে রাধিকাপুরগামী ট্রেনের দাবি জানান। সেইসঙ্গে আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে সরাসরি কলকাতা ট্রেন পরিষেবা চালুর দাবিও তিনি রেলমন্ত্রীর সামনে তুলে ধরেন। কারণ, এই রুটগুলিতে সরাসরি একটিও ট্রেন পরিষেবা নেই।

    সাংসদ জানান, দুটি ক্ষেত্রেই রেলমন্ত্রী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলাজুড়েই রেল পরিষেবা ও তার পরিকাঠামো নিয়ে বিস্তর দাবিদাওয়া রয়েছে মানুষজনের। বিভিন্ন সংগঠন, মানুষজনের তরফে দীর্ঘ সময় ধরেই এনিয়ে আন্দোলন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন। সেইসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, বেঙ্গালুরুগামী ট্রেন পরিষেবা। কারণ, অনেকেই চিকিৎসা, উচ্চশিক্ষা বা কর্মসূত্রে ঘুরপথে বেঙ্গালুরু, চেন্নাই, ভেলোর যাতায়াত করেন। অনেকেই মনে করেন নতুন এই ট্রেনের দাবি বাস্তবায়িত হলে ১০ থেকে ১৫ লক্ষ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। এটি চালু হলে এক ট্রেনে দুর্গাপুর, আসানসোলও সরাসরি যুক্ত হবে রাধিকপুরের সঙ্গে। সেইসঙ্গে ওড়িশার পর্যটন কেন্দ্র হিসেবে পুরী এবং দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমও সরাসরি যাতায়াত করতে পারবেন মানুষজন। 

    সাংসদের কথায়, আমাদের দাবি বিবেচনা করে রেলমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, রেলের তরফে নতুন ট্রেন চালুর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এখনও রাধিকাপুরে লুপ লাইন তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তবুও সপ্তাহে দু’দিন রাধিকাপুর-বেঙ্গালুরু ট্রেন চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।  সোমবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে দাবিপত্র তুলে দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।
  • Link to this news (বর্তমান)