মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: মন্ত্রীর শহরে পুলিশি টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। শীতের সময় দিনহাটা শহরে বাড়ছে চুরি। স্থানীয় নেশাগ্রস্ত যুবকদের কীর্তি বলে দাবি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, শীতের দিনে তাদের ধরে গায়ে জল দিয়ে ফ্যান চালিয়ে দেওয়া উচিত। দিনহাটা থানার ব্যর্থতায় কর্যত না খুশ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পর পর শহরে চুরির ব্যাপারে ক্ষোভ বাড়ছে নাগরিক সমাজেও। চারটি পুলিশ ভ্যান প্রতিনিয়ত টহল দিলেও চুরির ঘটনা নিয়ন্ত্রণে আসছে না কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। দ্রুত চুরির কিনারা করার আশ্বাস দিয়েছেন শীর্ষ পুলিশ কর্তারা।
দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপকুমার সরকার। পেশায় ডাককর্মী। সোমবার তাঁর বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরি। সকালে তিনি কর্মস্থলে যান। তাঁর স্ত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যান। ছেলে টিউশন পড়তে গিয়েছিল। বাড়ি ফাঁকা দেখেই চুরির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। চোরেরা দরজা খুলে ভিতরে ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। দিলীপবাবুর ছেলে টিউশন থেকে এসে দেখে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সে তার বাবা মা’কে ফোন করে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ।
এদিকে, চিকিৎসার কারণে বাড়ি তালা বন্ধ করে শিলিগুড়ি গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত নন্দী। দিনহাটা শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার শিলিগুড়ি গিয়েছিলেন। রবিবার বাড়ি ফিরে এসে দেখেন গেটের তালা ভাঙা। ঘরে থাকা লক্ষাধিক নগদ টাকা ও ১২ ভরি সোনার অলঙ্কার চুরি হয়ে গিয়েছে।
গত সপ্তাহে কোচবিহারে প্রশাসনিক সভা করে পুলিশকে টহলদারি বাড়ানোর নির্দেশ দিয়েদিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর শহরে একের পর এক চুরির ঘটনায় পুলিশের ব্যর্থতা প্রকাশ পাচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। বর্তমানে চারটি পুলিশ ভ্যান প্রতিনিয়ত শহরে টহল দেয়। তারপরেও চুরি বৃদ্ধিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মন্ত্রী উদয়ন গুহ বলেন, নিয়মিত চুরির ঘটনা পুলিশি ব্যর্থতা প্রমাণ করে। শহরে আরও বেশি নজরদারি করা প্রয়োজন পুলিশের। স্থানীয় নেশাগ্রস্ত ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে চুরির সঙ্গে জড়িত। শীতের দিনে তাদের ধরে গায়ে জল দিয়ে ফ্যান চালিয়ে দেওয়া উচিত।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, শহরে চারটি পুলিশ ভ্যান প্রতিনিয়ত টহল দেয়। দ্রুত চুরির ঘটনাগুলির কিনারা করা হবে।