• শহরের প্রাণকেন্দ্র মেলার মাঠজুড়ে গাড়ির পার্কিং, হুঁশ নেই পুরসভার
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: শহরের প্রাণকেন্দ্র মেলার মাঠ হয়ে উঠেছে রীতিমতো পার্কিং জোন। দিনভর ছোটবড় গাড়ির বহরে মাঠে তৈরি হচ্ছে গর্ত। একইসঙ্গে ধুলো বালিতে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ী থেকে পথচলতি মানুষ। এনিয়ে ক্ষুব্ধ শহরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরসভা ও প্রশাসনের অবহেলায় মেলার মাঠটি হয়ে উঠেছে পার্কিং জোন। 

    মেলার মাঠে যানবাহন যাতে না রাখা হয় তারজন্য পুরসভার কাছে দাবিও তোলা হয়েছে। যদিও পুরসভা জানিয়েছে, ওই মাঠে পুরসভার নিজস্ব জলের ট্যাংক রাখা রয়েছে। বেসরকারি প্রচুর গাড়ি রাখার বিষয়টি নজরে রয়েছে। এনিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে পুরসভা।

    প্রসঙ্গত, মাথাভাঙার মেলার মাঠে বছরভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রয়েছে পুরসভার মুক্তমঞ্চ। এই মাঠে পুরসভা পরিচালিত শিবমেলাও হয়। তবে বর্তমানে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলা না থাকায় মাঠটি হয়ে উঠেছে পার্কিং জোন। স্থানীয়রা জানান, শুধু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন বাদ দিয়ে প্রতিদিন শতাধিক গাড়ি পার্কিং করা হয়। কিছু বেসরকারি বাস দিনের পর দিন মাঠে থাকে। পাশাপাশি আবর্জনায় সারাবছর মাঠটি ভরে থাকে। অনুষ্ঠান হলে তবেই তা পরিষ্কার করা হয়। স্থানীয় ব্যবসায়ী নাথু শা বলেন, মাঠে আগে এলাকার শিশুরা খেলতে আসত। এখন সারাবছর গাড়ি পার্কিং করে রাখায় ধুলো-বালিতে অসুবিধা হচ্ছে। পুরসভা ও প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। 

    মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার বলেন, শহরে গাড়ি পার্কিংয়ের কোনও জায়গা নেই। মাঠের একধারে আমরাও জলের ট্যাংক রেখেছি। সমস্যা সমাধানে আমরাও তৎপর রয়েছি। বিকল্প কিছু করার চিন্তাভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)