• পূর্ব বর্ধমানে পনেরো বছরের আগে বাবা ৫৫ হাজার ভোটার, সার্ভার সমস্যা, আজ সময়ে খসড়া তালিকা প্রকাশে সংশয়
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানে ১৫ বছরের আগে বাবা হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন ভোটার। নির্বাচন কমিশনের বিশ্লেষণে এমনই তথ্য উঠে এসেছে।  ভোটারের বয়সের সঙ্গে বাবার বয়সের পার্থক্য ১৮ বছরের কম হলে তাঁদের আলাদা তালিকা তৈরির জন্য বলা হয়। যাঁদের বয়সের পার্থক্য ৪৫ বছরের বেশি, তাঁদেরও আলাদাভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো প্রতিটি জেলায় তালিকা তৈরি করা হয়।

    তবে, এই তথ্যে অনেকেই তেমন অস্বাভাবিক কিছু দেখছেন না। তাঁদের মতে, আগে অল্পবয়সে ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা ছিল। অনেকেই অল্প বয়সে সন্তানের বাবা হয়েছেন। এখন সেই প্রবণতা অনেক কমে গিয়েছে। নাবালক ও নাবালিকাদের বিয়ে বন্ধ করার জন্য প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে, যেসব ক্ষেত্রে বয়সের পার্থক্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গিয়েছে, সেটা আধিকারিকরা আলাদাভাবে চিহ্নিত করেছেন। বিএলওদের তা যাচাই করার জন্যও বলা হয়েছিল। আধিকারিকদের দাবি, অ্যাপে টেকনিকাল সমস্যার কারণেও বয়স ভুল আসতে পারে। কোথাও কোথাও পোর্টালে নাম বা বয়স তোলার ক্ষেত্রে অনিচ্ছাকৃত ত্রুটি হতে পারে। সেসব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হচ্ছে। প্রতিটি বিডিও অফিসে খসড়া তালিকা টাঙানো হবে। এছাড়া, বিএলও এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকা দেওয়া হবে। তাঁরা তা দেখে আপত্তি জানাতে পারবেন। তবে, কমিশনের পোর্টালে টেকনিকাল সমস্যা থাকায় আদৌ খসড়া তালিকা এদিন সকালের দিকে প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এক আধিকারিক বলেন, খসড়া তালিকা প্রিন্ট করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আরও আগে থেকে পরিকল্পনা করা দরকার ছিল। রাত জেগে কাজ করতে হচ্ছে।

    কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় চার লক্ষ ভোটারের নামের বানান ভুল রয়েছে। জেলায় দু’লক্ষ আট হাজার চারজনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় ৯৫.০২ শতাংশ ভোটারের নাম ডিজিটাইজেশন হয়েছে। মৃত ভোটারের সংখ্যা ৯৯ হাজার ২৮৪ জন। ৭৪ হাজার ৪৬৫ জন ভোটার অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। জেলা প্রশাসন শুনানির প্রস্তুতি শুরু করেছে। ব্লক অফিসগুলিতে শুনানি হবে ধরে নিয়ে আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন। এই পর্বে যাতে কোনওরকম অশান্তি না হয়, তারজন্য ব্য‌বস্থা নেওয়া হচ্ছে।

    তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল বলেন, বিজেপি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমাদের দলের সক্রিয়তার জন্য তাদের সেই চেষ্টা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, খসড়া তালিকার দিকে আমরাও নজর রাখছি। কোনও অবৈধ ভোটারের নাম তালিকায় থাকলে আন্দোলন হবে।
  • Link to this news (বর্তমান)