কালীগঞ্জে ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার দুই পাচারকারী
বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল কালীগঞ্জ থানার পুলিশ। সোমবার বিকেলের দিকে কালীগঞ্জ থানার অন্তর্গত পাঁচখেলা এলাকায় সন্দেহভাজন একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থেকে প্রায় পাঁচ কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সাম্প্রতিককালে নদীয়া জেলায় এত বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা বিরল বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মনোরুদ্দিন শেখ ও সারিকুল ইসলাম। তাদের বাড়ি কালীগঞ্জ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেরোইনের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে নগদ ১১ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলগুলি খতিয়ে দেখে পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেবিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ধৃতদের মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এদিকে, এই ঘটনার সঙ্গে পলাশী এলাকার এক সিপিএম পঞ্চায়েত সদস্যের নাম জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইন পাচারের সঙ্গে ওই নেতা যুক্ত থাকতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়েন্দা বিভাগ।
কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেন, জেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চলছে। খবর পেলেই পাচারকারীদের ধরা হচ্ছে। চক্রের গভীরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মাদক পাচার আটকাতে কালীগঞ্জে বড়সড় সাফল্য এসেছে।
এদিন বিকেলে মুর্শিদাবাদের লালগোলার দিক থেকে চারচাকা গাড়ি করে আসছিল মনোরুদ্দিন শেখ ও সারিকুল ইসলাম। পলাশীপাড়ার নলদহ এলাকায় তা সরবরাহ করার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পাঁচখেলা এলাকায় ওঁত পাতে। তারপর গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লালগোলা থেকে সেগুলি আনা হচ্ছিল। তারপর তা নলদহ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তার আগেই পুলিশ দুষ্কৃতীদের ধরে ফেলে। মাসখানেক আগে লালগোলা থেকে পলাশীপাড়ায় হেরোইন পাচারের সময় কুখ্যাত দুষ্কৃতী আমিনুল সহ একজন গ্রেফতার হয়েছিল। তখনও প্রায় আড়াই কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল।
জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ হেরোইন চক্রের সঙ্গে পলাশী এলাকার কে সিপিএম নেতা জড়িত। তার খোঁজে গোয়েন্দারা তদন্ত করছেন। অতীতে একবার ওই ব্যক্তি পুলিশের হাতের নাগাল থেকে বেরিয়ে যায়। গোয়েন্দাদের অনুমান, এবারের এই বিপুল পরিমাণ মাদকের মালিক ওই ব্যক্তিই।
কয়েক সপ্তাহ আগে অপর একটি ঘটনায় পলাশী এলাকা থেকে প্রায় আড়াই কেজি হেরোইন সহ সামিউল শেখ ও আতাউর মুন্সি নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছিল। ধৃতদের তালিকায় ছিল কালীগঞ্জ বিধানসভার বিধায়কের গাড়ির ড্রাইভারের ভাইও। সেই নিয়েও শোরগোল পড়েছিল। পুলিশের লাগাতার অভিযানে সম্প্রতি বিপুল পরিমাণ হেরোইন সহ একাধিক পাচারকারী গ্রেফতার হয়েছে।