• নামের পদবি ভুল, এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবার এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জালালউদ্দিন শেখ(৭৫)। তাঁর বাড়ি বহরমপুর থানার শাহাজাদপুর গ্রামে। নিজের নামের পদবি ভুল থাকায় ওই বৃদ্ধ আতঙ্কে ভুগছিলেন। কিন্তু, আতঙ্কের জেরে শেষমেষ যে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন, তা পরিবারের সদস্যরা ভাবতে পারেননি। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, নামের পদবি ভুল থাকায় তিনি আতঙ্কে ছিলেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে তিনি বেশ কয়েকবার গিয়েছিলেন। কিন্তু, কেউ তাঁকে আশ্বস্ত করতে পারেননি। গত শনিবার সকালে জমিতে কাজ করার সময় তিনি বিষ খান। বাড়িতে এসে ঘটনার কথা খুলে বললে তাঁকে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। সেই খবর এলাকায় চাউর হতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠিয়েছে।

    মৃতের পুত্র সাহেব শেখ বলেন, বাবার আধার কার্ড ও ভোটার কার্ড হারিয়ে গিয়েছিল। নামের পদবি ভুল থাকায় আতঙ্কে ছিলেন। এসআইআরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্যা হবে বলে ভাবছিলেন। সেই আতঙ্কে তিনি বিষ খান। 

    প্রায় একই দাবি করেছেন শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রিয়াজুল শেখ। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই মোট ছ’জনের মৃত্যু হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কারও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার আমাদের গ্রামের বাসিন্দারই মৃত্যু হল। 

    জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার(ডেভিড) বলেন, আমরা আমাদের এক সহনাগরিককে হারালাম। কেন্দ্রের এই জনবিরোধী নীতির জন্য মানুষ আতঙ্কে রয়েছে। আমি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এর আগেও মুর্শিদাবাদ জেলায় একের পর এক মানুষের মৃত্যু হয়েছে। আমরা তাদের পরিবারের পাশে রয়েছি।

    কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম বলেন, যে কোনও মৃত্যু দুঃখজনক। আমরা কখনই মৃত্যু নিয়ে রাজনীতি করি না। শাহাজাদপুরে যে বৃদ্ধ মারা গিয়েছে, আমরা তাঁর পরিবারের পাশে আছি। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা উচিত।

    বহরমপুরে বিজেপি নেতা শাখারভ সরকার বলেন, এসআইআর আতঙ্কে কোনও বৈধ নাগরিকের মৃত্যু হবে না। যাদের ডকুমেন্টস ঠিক নেই তারাই আতঙ্কিত। আমরা তো আগেই বলেছি, মুর্শিদাবাদ জেলায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার মানুষের নাম বাদ যাবে। এখন তো জেলা প্রশাসনের কাছ থেকে যা তথ্য পাচ্ছি, তাতে মুর্শিদাবাদের প্রায় ২ লক্ষ ৭৮ হাজার ভোটারের তালিকায় নাম নেই। এখানে তৃণমূল অযথা রাজনীতির চেষ্টা করছে। এতে লাভ হবে না।  শোকার্ত পরিবার।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)