• আজ খসড়া তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক, তমলুকের ডিএম অফিসে শুরু প্রস্তুতি
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, মঙ্গলবার বহুচর্চিত এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। সোমবারই ওই লিস্ট জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তা ডাউনলোড করে প্রিন্ট করা হবে। মঙ্গলবার থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। তবে, পূর্ব মেদিনীপুর জেলায় বুধবার প্রিন্ট কপি জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও অফিসে ঝোলানো হবে। বিএলওদের কাছেও খসড়া ভোটার তালিকা পৌঁছে যাবে। বুথেও ঝোলানো হবে। আজ, মঙ্গলবার জেলাশাসক অফিসে এনিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের খসড়া ভোটার তালিকার ডিজিটাল কপি তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় ইলেকশন কমিশন প্রত্যেক রাজনৈতিক দলকে খসড়া ভোটার তালিকার কপি দিতে বলেছে। সেইমতো প্রিন্ট কপি রেডি হওয়ার পর তাঁদের হাতে দেওয়া হবে।

    খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই জেলাজুড়ে এসআইআর শুনানি শুরু হবে। সেই শুনানিতে কারা ডাক পাবেন এবং খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তি সংক্রান্ত চিঠি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। পূর্ব মেদিনীপুর মোট ১৯৫টি জায়গায় এসআইআর শুনানি হবে। সেখানে একটি ভেনুতে দৈনিক ৫০ জন পর্যন্ত শুনানিতে ডাক পাবেন। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের (এইআরও) উপর কাজের চাপ এড়াতে দৈনিক সর্বাধিক ৫০ জন রাখা হয়েছে। প্রতিটি ভেনুতে সিসি ক্যামেরার নজিরদারি থাকবে। থাকবে পুলিশ ফোর্সও।

    পূর্ব মেদিনীপুরে নন ম্যাপিং ভোটার সংখ্যা ৩২ হাজার ৯৪৬ জন। তাঁরা প্রত্যেকেই নোটিশ পাবেন। তাঁদের প্রত্যেককে এসআইআর শুনানিতে হাজির হতে হবে। ওই ভোটারদের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না। তাহলে কীভাবে তাঁদের নাম ভোটার তালিকায় এল এটা স্পষ্ট করতে হবে। সেইসঙ্গে কমিশন নির্ধারিত ১১টি নথির যে কোনও একটি দাখিল করতে হবে। এছাড়াও মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অভিযোগ ও আপত্তিপত্র আসবে। সেইসব চিঠির ভিত্তিতেও এসআইআরে ডেকে পাঠানো হবে।

    খসড়া ভোটার তালিকা নিয়ে কোথায় অভিযোগ জানানো যাবে? এনিয়ে প্রশাসনের বক্তব্য, বিডিও অফিসে অভিযোগ কিংবা আপত্তি লিখিতভাবে জানানোই সবচেয়ে ভালো। কারণ, অভিযোগকারী রিসিভড কপি পাবেন। এনিয়ে সরাসরি কমিশনের অফিসে ই মেলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। বিএলওর কাছেও অভিযোগ জানানো যেতে পারে। তবে, প্রশাসনের বক্তব্য, বিডিও অফিসে লিখিত অভিযোগ করলে সেটা তুলনামূলক ভালো।

    ইনিউমারেশন ফর্ম বিতরণ এবং জমা চলাকালীন পূর্ব মেদিনীপুরে বেশকিছু অভিযোগ ওঠেছিল। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে নন্দীগ্রাম-১ বিডিও অফিসে। বেশকিছু ক্ষেত্রে বিএলও ডিজিটাইজেশনের কাজে ভুল করেছেন। কোথাও নামের ভুল, কোথাও বাবা কিংবা স্বামীর নাম ভুল আবার কোথাও অন্যকে বাবা হিসেবে এন্ট্রি করে দেওয়ার মতো প্রায় এক হাজার ত্রুটি প্রশাসন চিহ্নিত করেছে। সেইসব ভুল এডিট করে সংশোধন প্রক্রিয়াও চলছে।

    অতিরিক্ত জেলাশাসক (ইলেকশন) বৈভব চৌধুরী বলেন, খসড়া ভোটার তালিকায় কোনও ভুলভ্রান্তি থাকলে সেটা সংশোধন করা হবে। পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকায় সংশোধন হয়ে প্রকাশিত হবে। মাথায় রাখতে হবে, খসড়া তালিকা চূড়ান্ত তালিকা নয়। অভিযোগ কিংবা আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় আছে। বেশকিছু দিন ধরে শুনানি হবে। তারপর লিস্ট চূড়ান্ত আকারে বের হবে।
  • Link to this news (বর্তমান)