• বাগনানের লাইব্রেরি মোড় ও আমতা ক্রসিংয়ে গড়ে তোলা হবে আন্ডারপাস
    বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কের উপর বাগনানের লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই দুই জায়গায় উড়ালপুল না থাকায় ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করতে হয় বিভিন্ন যানবাহন বা পথচারীদের। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্থানীয় মানুষ এই দুই এলাকায় দীর্ঘদিন ধরেই উড়ালপুল তৈরির দাবি জানিয়ে আসছিল। এই দাবিতে সরব হয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেনও। অবশেষে বাগনান লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে দু’টি ভেহিকল আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। সেইমতো সোমবার দুপুরে জাতীয় সড়কের দু’টি জায়গায় আন্ডারপাসের জন্য জায়গা পরিদর্শন ও মাপজোক করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন। সঙ্গে ছিলেন বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, পুলিশ প্রশাসনের লোকজন সহ অন্যান্যরা।

    গত জুন মাসে বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয়েছিল পাঁচজনের। তারপর উড়ালপুলের দাবিতে সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গত সপ্তাহে আমতা মোড়ে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক সাইকেল আরোহী। সেখানেও উড়ালপুলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়েছে। অবিলম্বে উড়ালপুল নির্মাণ না হলে বিষয়টি নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন সাধারণ মানুষ। গত শুক্রবার জেলাশাসকের দপ্তরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেখানে ঠিক হয়, লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে দু’টি ভেহিকল আন্ডারপাস নির্মাণ করা হবে। সেইমতো সোমবার দুই জায়গায় সমীক্ষা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন।

    বিধায়ক অরুণাভ সেন বলেন, এই দু’টি জায়গায় বারেবারে দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে সাধারণ নাগরিকদের। বৈঠকে উড়ালপুল বা আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তা সকলেই উপলব্ধি করেছে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই দুই জায়গায় সমীক্ষা করেছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে তৈরি। এদিকে, আন্ডারপাস নির্মাণের খবরে খুশি সাধারণ মানুষ। তাঁদের মতে, অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা এই আন্ডারপাস পেতে চলেছি।
  • Link to this news (বর্তমান)