ভাটায় কাদা পেরিয়ে উঠতে হয় নৌকায়, পরিবহণ মন্ত্রীর কাছে নতুন ভাসমান জেটি তৈরির প্রস্তাব বাসন্তীর বিধায়কের
বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাটা পড়লে জেটিঘাট থেকে প্রায় গোড়ালি সমান কাদায় নেমে নৌকায় উঠতে হয় যাত্রীদের। বছরের পর বছর এই পরিস্থিতি হয়ে রয়েছে বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুর জেটিঘাটের। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেটির হালও বেশ খারাপ। তাই সমস্যার সমাধানে ওখানে বিদ্যাধরী নদীর তীরে একটি ভাসমান জেটি তৈরি করা প্রয়োজন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। পরিদর্শনের পর পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে প্রস্তাব পাঠিয়েছেন তিনি।
বিধায়কের বক্তব্য, এখানে নতুন ভাসমান জেটি তৈরি করা খুবই দরকার। মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। আশা করছি, খুব শীঘ্রই এই সংক্রান্ত কাজের জন্য অর্থ বরাদ্দ হবে।
এই রাধারানিপুর জেটিঘাট থেকে গোসাবার আমলামেথি, বালি ১, ২ পঞ্চায়েত সহ সহ বিস্তীর্ণ দ্বীপঞ্চলে যাওয়া যায়। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দা এই ঘাট ব্যবহার করেন। জোয়ারের সময় কাদায় না নামতে হলেও ভাটার সময় বিরাট দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তাঁদের দাবি, দ্রুত এখানে উন্নতমানের জেটিঘাট তৈরি করতে হবে। আসন্ন নির্বাচনের আগে সেই দাবিকে মান্যতা দিতেই এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক। বিধানসভা ভোটের আগে ভাসমান জেটির প্রস্তাব গৃহীত হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।