• কাদের নাম SIR খসড়া ভোটার তালিকায় বাদ? এই LINK এ দেখে নিন
    আজ তক | ১৬ ডিসেম্বর ২০২৫
  • প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া ভোটার তালিকা। খুব সহজেই ওয়েবসাইটে ক্লিক করে দেখে নেওয়া যাচ্ছে ইলেকটোরাল রোলে আপনার নাম রয়েছে কি না। তবে তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। কাদের নাম নেই, কারা বাদের খাতায়, সেই লিস্টও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কীভাবে দেখবেন সেই তালিকা? 

    কীভাবে দেখবেন?
    ৩টি অপশন রয়েছে। প্রথম, EPIC নম্বর দিয়ে সার্চ করে দেখা যেতে পারে। দ্বিতীয়, বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বর দিয়ে সার্চ করতে হবে। প্রতিটি বুথ অনুযায়ী বাতিল ভোটারদের তালিকা ডাউনলোড করা যাবে। তৃতীয়, BLO/BLA-দের তৈরি বাতিল ভোটারদের তালিকাও দেখা যাবে বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথের পার্ট নম্বর দিয়ে সার্চ করলে।

    কেন এবং কাদের নাম বাদ?

    > এনুমারেশন ফর্ম যারা ৪ ডিসেম্বরের মধ্যে জমা করেননি, তাদের নাম প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। 
    > এছাড়াও মৃত ভোটারদের নামও বাদ পড়েছে এই খসড়া তালিকা থেকে। 
    > এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছতে গিয়ে কোনও ঠিকানায় যাদের পাওয়া যায়নি, যাদের ফর্ম দেওয়া যায়নি, তাদের নাম নেই খসড়া তালিকায়। 
    > ডাবল এন্ট্রি থাকা ভোটারদের নামও বাদ পড়েছে। অর্থাৎ একই ভোটারের নাম দু'টি বুথ বা দু'টি কেন্দ্রে পাওয়া গেলে, তাদের নাম বাদ পড়েছে তালিকা থেকে।

     
  • Link to this news (আজ তক)