SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, এক ক্লিকেই খুঁজে নিন আপনার নাম, রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
আজ তক | ১৬ ডিসেম্বর ২০২৫
অবশেষে সেই দিন। SIR-এর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। আপনার নাম সেই লিস্টে রয়েছে কি না, তা অবিলম্বে যাচাই করে নিন। কোথায়, কীভাবে দেখবেন সেই তালিকা?
কীভাবে দেখবেন SIR-এর ভোটার তালিকা?
এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তবে আপনার নাম থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইনে নিজের নাম খুঁজে নিতে পারবেন। অনলাইনে আপনি সহজেই বাড়ি বসে নিজের নাম ভোটার লিস্টে থাকা না মিলিয়ে নিতে পারেন। পদ্ধতিটা খুবই সহজ।
এখানেই শেষ নয়। SIR-এর খসড়া ভোটার তালিকায় আপনার নামের পাশাপাশিই থাকছে BLO এবং ERO-র নামও। সঙ্গে দেওয়া রয়েছে ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম) এবং ফর্ম ৮ (ভুল সংশোধন করার ফর্ম)। যদি আপনার নাম নিয়ে কোনও বিভ্রান্তি থাকে বা ভুল সংশোধনের প্রয়োজন হয় তাহলে এই অপশনগুলিকে ক্লিক করে তা সহজেই অ্যাপ্লাই করা যাবে।