নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে আবারও মা উড়ালপুলে দুর্ঘটনা। আজ, মঙ্গলবার সকালে মা উড়ালপুলের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ অর্থাৎ সায়েন্স সিটি এলাকায় একটি প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। যার ফলে দু’জন গুরুতর আহত হয়েছেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত গুরুতর। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। সপ্তাহের মাঝে, কাজের দিনে সকালে এই ধরনের পথ দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ এসে উড়ালপুল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটিকে সরিয়ে ফেলে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তবে ঠিক কী কারণে এই পথ দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইক ও গাড়ি দুটিরই গতি বেশি ছিল, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।