রাজ্য স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থায় (মেডিক্যাল এডুকেশন সার্ভিস) পর্যালোচনা বৈঠক ডাকল স্বাস্থ্য দফতর। আগামী ২৬ ডিসেম্বর স্বাস্থ্য ভবনে ওই বৈঠকে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তথা সুপারদের থাকতে বলা হয়েছে। সেখানে পদোন্নতির বিজ্ঞপ্তিতে সময়সীমা পরিবর্তনের বিষয়ে যোগদানকারীদেরও সরব হওয়ার আবেদন জানাবে সরকারি চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি মেডিক্যাল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস, এমডি, এমএস, ডিএম পাঠক্রমে এবং এমসিএইচের আসন সংখ্যা বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলির কর্মক্ষমতা, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সম্প্রতি মেডিক্যাল এডুকেশন সার্ভিসে প্রফেসর, অ্যাসোসিয়েট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে আবেদন করতে যোগ্যতার মানদণ্ড গত ৩০ অক্টোবরের মধ্যে পূরণ করে থাকতে হবে বলে জানানো হয়েছে। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, অতীতে সাধারণত ৩০ জুন বা ৩১ ডিসেম্বর ওই সময়সীমা রাখা হত। আচমকা কেন এই পরিবর্তন, সেই প্রশ্ন উঠেছে। ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’-এর সাধারণ সম্পাদক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সময়সীমার তারিখ ৩১ ডিসেম্বর করতে সকলে যাতে বৈঠকে বলেন, তার জন্য অধিকর্তা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের আবেদন করব।’’