• ২০২৬-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেওয়াল লিখন বিজেপির, রাজনৈতিক তরজা হুগলিতে
    এই সময় | ১৬ ডিসেম্বর ২০২৫
  • বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। জোর কদমে প্রস্তুতিও শুরু করেছে শাসক ও বিরোধীরা। মঙ্গলবার জাতীয় নির্বাচন মিশনের তরফে প্রকাশ করা হয়েছে SIR পরবর্তী ২০২৬-এর খসড়া ভোটার তালিকা। তার পরেই হুগলির পোলবার গোস্বামী মালিপাড়ায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    সূত্রের খবর, ২০২৬ বিধানসভা নির্বাচনে এখনও কোনও রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা হয়নি। সেই কারণে প্রার্থীর নাম বাদ রেখেই দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। দেওয়ালে লেখা হয়েছে, ‘২৬-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন। হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট’। প্রার্থীর নাম ঘোষণা না হলেও শুধুমাত্র দলের প্রতীক ব্যবহার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির।

    বিজেপির দেওয়াল লিখন এবং স্লোগান নিয়ে কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হুগলি জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের (INTTUC) সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, ২৬-এর নির্বাচনে বিরোধীদের বিসর্জন হবে।’ এ ছাড়াও তিনি বিজেপির বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন। মনোজ আরও বলেন, ‘বাংলা সম্প্রীতির জায়গা এবং এখানে বিভেদের রাজনীতি কখনই জিতবে না।’

    অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী জানিয়েছেন, এটি তাঁদের দলের একটি নির্দিষ্ট কর্মসূচি। হুগলি জেলা বিজেপির সভাপতির নির্দেশেই তাঁরা এই কাজ শুরু করেছেন। ১৫ই ডিসেম্বর থেকে সারা রাজ্যে বিজেপির দেওয়াল লিখন শুরু হওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, ‘দেওয়াল লিখন কোনও নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে নয়। বরং দলকে জেতানোর লক্ষ্যেই করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)