• বীরভূমে মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার নাবালিকা, পুলিশের হাতে আটক ৬ জন
    এই সময় | ১৬ ডিসেম্বর ২০২৫
  • মেলা দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার হলো বছর ১৩-র এক আদিবাসী নাবালিকা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকে ফেরার সময়ে রাস্তার ধারের একটি জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাতেই অভিযোগ দায়ের করা হয় থানায়।

    অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সমাপ্ত কোনাই, অরিন্দম সোরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ, সুজিত ঘোষ, এবং অভিজিৎ ঘোষ। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    অন্য দিকে মঙ্গলবার মল্লারপুর থানায় গিয়ে বীরভূমের আদিবাসী সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানায়। আদিবাসী সংগঠনের নেতা রবীন সোরেন এবং সোম টুডু জানান, তাঁরা থানায় একটি ডেপুটেশন জমা দিয়েছেন। এই ঘটনার যাতে যথাযথ তদন্ত হয়, সেই দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তীব্র নিন্দা করে, সঠিক পথে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা।

  • Link to this news (এই সময়)