বাংলায় প্রকাশিত হয়েছে SIR-এর খসড়া তালিকা। ইতিমধ্যেই বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। সেই তালিকায় রয়েছেন মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত অর্থাৎ যাঁদের এনুমারেশন ফর্ম দেওয়া যায়নি, তাদের নাম। আপনার নাম SIR-এর এই ড্রাফ্ট ইলেকটোরাল রোলে রয়েছে না লিস্ট থেকে বাদ পড়ছে তা জানা আরও সহজ করার জন্য একটি নয়া ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন।
ভুল থাকলে কী করবেন?
দেখা যাচ্ছে, SIR খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেরই নামের বানানে নানা ভুল রয়েছে। বয়স কিংবা বাড়ির ঠিকানাতেও নানা টাইপিং মিসটেক রয়েছে। সেক্ষেত্রে কী করণীয়? তালিকায় আপনার নামের পাশেই 'View In Details' অপশন পাবেন। সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। ভ্রম সংশোধনের জন্য ডানদিকে ফর্ম ৮ দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আপনার আবেদন রাখতে পারেন। অথবা, ডান দিকে নীচে দেওয়া রয়েছে আপনার BLO-র ফোন নম্বর। ভুলের কথা সরাসরি তাঁকেও জানাতে পারে।
কোনও ক্ষেত্রে যদি মৃত, স্থানান্তরিত ভোটারের নাম খসড়া তালিকায় চলে আসে অথবা নাম বাতিলের তালিকায় কোনও জীবিত ভোটারের নাম উঠে যায়, সেক্ষেত্রেও সরাসরি BLO-র সঙ্গে যোগাযোগ করুন।
আবেদনের সময়সীমা
খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি এবং আপত্তি জানানো যাবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি পর্যন্ত। একইসঙ্গে চলবে হিয়ারিং পর্বও। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে সেই পর্ব। চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নাম বাদ পড়েছে কি না কীভাবে দেখবেন?
আপনার নাম কি বাদের তালিকায়? তা জানতে গেলে ক্লিক করতে হবে ceowestbengal.wb.gov.in/asd_sir এই লিঙ্কে। এখানেই পাওয়া যাচ্ছে বাদ পড়া ভোটারদের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করলেই পাওয়া যাবে বাতিল হওয়া ভোটারদের তালিকা।